技术文章
article
更新时间:2025-03-26
点击次数: খেয়াল করলাম বাড়ির সামনের বাগানে আলো তেমন আসছে না। ভাবলাম একটা সোলার লাইট লাগাবো। কিন্তু বাজারে গিয়ে দেখি, হরেক রকমের সোলার লাইট, দামেও অনেক পার্থক্য!
কিভাবে শুরু করলাম
প্রথমে একটু চিন্তায় পড়ে গেলাম। কোন লাইটটা কিনবো, দাম কেমন হবে, কিছুই বুঝতে পারছিলাম না। ভাবলাম, একটু খোঁজখবর নেওয়া যাক।
দাম জানার চেষ্টা
আমি সাধারন মানুষের মতো করে কয়েকটা দোকানে গেলাম। দোকানিদের সাথে কথা বললাম।
কিছুটা ধারণা পেলাম
দোকানদারদের সাথে কথা বলে কিছুটা ধারণা হলো। বুঝলাম যে, আমার বাগানের জন্য খুব বেশি ওয়াটের লাইট দরকার নেই।
সিদ্ধান্ত নিলাম
শেষে, মাঝারি আকারের একটা লাইট কিনলাম, দাম পড়লো ২৫০ টাকা।
লাগানোর পরে
লাইটটা লাগানোর পরে দেখি, বাগানটা বেশ আলোকিত হয়েছে। এখন রাতের বেলাতেও সুন্দর লাগে।